প্রিয়, ০৪ নং আলাইয়ারপুর ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্ল্যাহ, আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
নির্দেশনা মোতাবেক সমাজসেবা অধিদফতর ভাতা ভোগীদের লাইভ_ভেরিফিকেশনের_জন্য_বাধ্যতামূলক_ করেছেন।
সমাজসেবা অধিদফতর পরিচালিত বেগমগঞ্জ উপজেলাধীন ০৪ নং আলাইয়ারপুর ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহের উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন ও মোবাইল হিসাব নম্বর এর সঠিকতা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত নির্দেশনা মোতাবেক ইউনিয়ন এর সকল
#বয়স্ক_বিধবা_ও_প্রতিবন্ধী ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন এবং মোবাইল হিসাব নম্বরের সঠিকতা যাচাই করা হবে। ইউনিয়ন এর প্রতি তিন ওয়ার্ড মিলে একদিনে উক্ত কার্যক্রম পরিচালিত হবে।
★ ০৭-০৮-২০২৩, সোমবার, ০১,০২,০৩ নং ওয়ার্ড।
★০৮-০৮-২০২৩, মঙ্গলবার, ০৪,০৫,০৬ নং ওয়ার্ড।
★ ০৯-০৮-২০২৩, বুধবার, ০৭,০৮,০৯ নং ওয়ার্ড।
১। ভাতাভোগী স্বশরীরে বাধ্যতামূলকভাবে উপস্থিত হবেন।
২। জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আসবেন ।
৩। মোবাইল নম্বর লিখে নিয়ে আসবেন সাথে মোবাইলও আনবেন।
৪। নির্ধারিত সময়ে ভাতাভোগী উপস্থিত না হলে নীতিমালা মোতাবেক নিরুদ্দেশ ঘোষণা করে প্রতিস্থাপন করা হবে।
৫। নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারলে পরবর্তীতে কোন আপত্তি গ্রহণযোগ্য হবেনা।
#স্থান: ০৪ নং আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদ।
চেয়ারম্যান, ০৪নং আলাইয়ারপুর ইউপি।
বেগমগঞ্জ, নোয়াখালী।
সবার কাছে শেয়ার করার অনুরোধ রইলো, ধন্যবাদ