Title
The "Digital Innovative Fairs" for three days from 25-27 February, 2018
Details
জনগনের অংশগ্রহনে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল উদ্ভোধনী কার্যক্রম সমূহ তৃনমূল সাধারণ মানুষের নিকট তুলে ধরার লক্ষ্যে নোয়াখালী জেলা প্রশাসন কতৃক নোয়াখালী জেলা স্কুল মাঠে আগামী ২৫-২৭ শে ফেব্রুয়ারী ২০১৮ পর্যন্ত তিন দিন ব্যাপি “ডিজিটাল উদ্ভোধনী মেলা” এর আয়োজন করা হয়েছে। মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি দিয়েছেন নোয়াকালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ,নোয়াখালীবাসীর অহংকার,জনাব মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।
উক্ত অনুষ্ঠানপরিচালনার জন্য নোয়াখালীর সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমূহ এর সকল উদ্যোক্তাবৃন্দ সার্ভিক সহযোগীতা ও মেলায অংশ গ্রহন করবে বলে এই তিন ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে ।এই সময়ে জনগনের সেবা না দিতে পারায় আমরা আন্ত্ররিকভাবে দুঃখিত। ২৮শে ফেব্রুয়ারী থেকে ডিজিটাল সেন্টার সমূহ যথারীতি কার্যক্রম চালু হবে।